চট্টগ্রামে বিএনপির দুপক্ষে দফায় দফায় সংঘর্ষ, আহত ৭
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ১০:১৭ পিএম
চট্টগ্রামে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে বিএনপির দুপক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাতজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে নগরীর বাকলিয়া থানার এক্সেস রোড এলাকার সৈয়দশাহ বিদ্যুৎ অফিসের মুখে এ ঘটনা ঘটে। এ সময় বেশকিছু গাড়ি ও দোকানপাট ভাঙচুর করা হয়।
তবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর থেকে জায়গা সংক্রান্ত বিষয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সেটি সংঘর্ষে রূপ নেয়। এরপর থেকেই উভয়পক্ষে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। রাত ১১টার সময় এক্সেস রোড এলাকায় হঠাৎ করেই দোকানপাট বন্ধ করতে থাকেন ব্যবসায়ীরা। পরে দেশীয় অস্ত্র হাতে জড়ো হতে থাকেন শতাধিক যুবক।
এরপর তাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। একপক্ষ আরেকপক্ষের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে এবং ধাওয়া দেয়। এ সময় উভয়পক্ষ ‘জিয়ার সৈনিক, এক হও লড়াই করো’ বলে স্লোগান দেন। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন যুগান্তরকে বলেন, জমির দখল সংক্রান্ত বিষয় নিয়ে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সজিব ও দিদারের মধ্যে এ ঘটনা ঘটে। তারা দুজনই এক্সেস রোডের মদিনা আবাসিক এলাকায় একটি জমির দাবি করে আসছে। দুজনের মধ্যে সজিব আওয়ামী লীগের সমর্থক এবং দিদার বিএনপির। তবে সজিবের হয়ে বিএনপির একটি পক্ষ মিলে সংঘর্ষে জড়ায়।
তিনি আরও বলেন, সংঘর্ষের ঘটনায় কোনো পক্ষ থানায় অভিযোগ দায়ের করেনি। এ কারণে কাউকে আটক করা হয়নি।