Logo
Logo
×

সারাদেশ

চরফ্যাশনে বয়লার বিস্ফোরণে প্রাণ গেল যুবকের

Icon

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ০৬:১১ পিএম

চরফ্যাশনে বয়লার বিস্ফোরণে প্রাণ গেল যুবকের

ভোলার চরফ্যাশনে ধান সিদ্ধ করার বয়লার বিস্ফোরণে মো. আল আমিন নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার ভোর ৫টায় উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের চর আফজাল গ্রামে এ ঘটনা ঘটে।

মো. আল আমিন (৩০) চরমাদ্রাজ ইউনিয়নের চর আফজাল গ্রামের মৃত জলিল মাঝির ছেলে।  

আহতরা হলেন- নিহতের ভাই ফিরোজ ও বয়লার মিল মালিক মনির।

চরফ্যাশন হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

মিল মালিক মনিরের স্ত্রী এবং স্থানীয়রা জানান, ভোর ৫টায় হঠাৎ বিকট শব্দে এলাকাবাসীর ঘুম ভেঙে যায়। তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন নিহত ও আহতরা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। স্থানীয়রা তিনজনকে চরফ্যাশন সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন। নিহতের ভাই গুরুতর আহত ফিরোজকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে, মিল মালিক মনিরকে চরফ্যাশন সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, মিল মালিক মনির অন্য জায়গায় দেখে এসে ধান সেদ্ধ করার বয়লার চুল্লিটি তিন দিন আগে নিজেই তৈরি করেছেন। গত তিনদিন যাবত প্রতিদিন ভোরে চুল্লিতে আগুন দেওয়া হয়। বিজ্ঞানসম্মত না হওয়ায় ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন তারা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বয়লার বিস্ফোরণে চুল্লির পাইপ, ছিন্নভিন্ন ইটের টুকরাগুলো পুরো মাঠে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।

স্থানীয় সোহেল জানান, বয়লার বিস্ফোরণে ছিটকে পড়া চুল্লি ও ইটের টুকরোগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিস্ফোরণে ধান সেদ্ধ করার চুল্লির পাইপটি দুর্ঘটনাস্থল থেকে অন্তত ২০০ মিটার দূরে গিয়ে ছিটকে পড়েছে। একটু সামনে পড়লেই আরও বড় দুর্ঘটনা ঘটতে পারতো।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসা চরফ্যাশন থানা পুলিশের উপ-পরিদর্শক ছিদ্দিকুর রহমান বলেন, শুক্রবার ভোর ৫টায় চালকলে বিস্ফোরণের ঘটনায় শ্রমিক আল-আমীন নামের একজন নিহত হয়েছে এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

চরফ্যাশন থানার ওসি মো. মিজানুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম