নোয়াখালীর কোম্পানীগঞ্জে চাঁদা না পেয়ে ছুরিকাঘাত, আহত ৪
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ০২:৫৩ এএম
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে দুর্গম চরাঞ্চল দিয়ারা বালুয়া গুচ্ছগ্রামে চাঁদা না পেয়ে ছুরিকাঘাত ও হামলায় ৪জন আহতের ঘটনা ঘটেছে। এসময় ইউনুছ আলী এরশাদ নামে একজনকে ছুরিকাঘাত করায় তার নাড়িভুড়ি বের হয়ে যায়।
বৃহস্পতিবার দুপুরে ওই এলাকার দিয়ারা বালুয়া গুচ্ছগ্রাম ঘাটে এ ঘটনা ঘটে। আহতরা হলো, ইউনুছ আলী এরশাদ (৩৯), তার ছোট ভাই জহির (৩৫), ফরহাদ (২৪), নিজাম (২৬)।
গুরুতর আহত এরশাদ ও জহিরকে প্রথমে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অপরদেরকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গুরুতর আহত ইউনুছ আলী এরশাদের ছোট ভাই সামছুদ্দিন জানান, দিয়ারা বালুয়া গুচ্চগ্রাম এলাকার নেজাম, তারেক, সুজন, ওবায়েদ, নুরনবী রিমনের নেতৃত্বে আহত ইউনুছ আলী এরশাদের লিজ নেওয়া জমি দখল করতে যায় তারা। এতে বাধা দিলে এরশাদের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা না দেওয়ায় এবং জমি দখল করতে না পেরে ইউনুছ আলী এরশাদকে ছুরিকাঘাত করলে তার নাড়িভুড়ি বের হয়ে যায়। এসময় তাকে উদ্ধার করতে গেলে, জহির, ফরহাদ ও নিজামের ওপর হামলা করে। এঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।