Logo
Logo
×

সারাদেশ

দেশে বৈদেশিক মুদ্রার সংকট চলছে: জাকের পার্টি মহাসচিব

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ১১:০২ পিএম

দেশে বৈদেশিক মুদ্রার সংকট চলছে: জাকের পার্টি মহাসচিব

জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেছেন, দেশে বৈদেশিক মুদ্রার সংকট চলছে। যথেষ্ট বিদেশি বিনিয়োগ হচ্ছে না। দীর্ঘ সময় ধরে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। সব মিলিয়ে বেসরকারি খাতে চাকরির সুযোগ কমেছে। নতুন বিনিয়োগ না হলে শিক্ষিত তরুণ-যুবকদের জন্য চাকরির বাজার সৃষ্টি হবে না। পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতেই দেশে প্রতি তিনজন বেকারের মধ্যে একজন উচ্চ শিক্ষিত তরুণ। দেশকে এগিয়ে নিতে এসব তরুণদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।

বৃহস্পতিবার শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া আবির্ভাব মঞ্জিলে জাকের পার্টির জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত কেন্দ্রীয় সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি তা থেকে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। দেশকে সামগ্রিকভাবে এগিয়ে নিতে হলে তরুণদের মূল্যায়ন করতে হবে। যারা উচ্চ শিক্ষিত তরুণ, যারা তাদের মেধা ও যোগ্যতা দিয়ে আমাদের এগিয়ে নিয়ে যাবে, তারাই যদি দিশা হারিয়ে ফেলে তাহলে আমরা কোনদিকে যাব? একজন তরুণ দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে পড়াশোনা শেষ করে বের হয়ে দেখেন, তার পড়াশোনা আর বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। অর্থাৎ আমাদের কর্মমুখী শিক্ষার অভাব রয়েছে। 

শামীম হায়দার বলেন, জরিপে আরও উঠে এসেছে, মোট তরুণ জনশক্তির ৭৮ শতাংশই তাদের কর্মসংস্থান নিয়ে উদ্বিগ্ন। এছাড়া প্রতিবছর নতুন করে অন্তত ২০ লাখ তরুণ যুক্ত হচ্ছে যাদের কর্মসংস্থান প্রয়োজন। দেশে এজন্য বেসরকারি ও বিদেশি বিনিয়োগ বাড়াতে হবে। বেসরকারি উদ্যোক্তাদের নিয়ে সত্যিকারের পরিকল্পনা তৈরি করে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে। 

তিনি বলেন, আমাদের বন্ধুদেশ ও উন্নত দেশগুলোতে শ্রমবাজার চিহ্নিত করে কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে শিক্ষিত তরুণদের কর্মসংস্থান তৈরি করতে হবে। এতে রেমিট্যান্স প্রবাহ বাড়বে এবং দেশের অর্থনীতি শক্তিশালী হবে।

জাকের পার্টির শেরপুর সাংগঠনিক বিভাগের সহ-সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের অতিরিক্ত মহাসচিব মাহাবুবুর রহমান হায়দার, জাতীয় স্থায়ী কমিটির সদস্য হুমায়ুন কবীর, কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৃষক মহীউদ্দীন ফকির, শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বাস্তহারা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, তালাবা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতী কাউসার আহমেদ চাদপুরী, সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, মহিলা ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য মহুয়া সুলতানা লাভলি ও ময়মনসিংহ বিভাগ সভানেত্রী শিরিন রহমান, শেরপুর জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক হযরত আলী প্রমুখ।

এসময় জাকের পার্টি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম