Logo
Logo
×

সারাদেশ

ফেনীতে কাউন্সিলর বাহার ও চেয়ারম্যান রুমা গ্রেফতার

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ১০:৪৮ পিএম

ফেনীতে কাউন্সিলর বাহার ও চেয়ারম্যান রুমা গ্রেফতার

মহিপালে ৪ আগস্ট গণহত্যায় ৮ মামলার আসামি ফেনী পৌরসভার সাবেক কাউন্সিলর আমির হোসেন বাহারকে গ্রেফতার করেছে ফেনী মডেল থানা পুলিশ। 

বৃহস্পতিবার সকালে পুলিশ তাকে ঢাকার একটি বাসা থেকে গ্রেফতার করে। 

আমির হোসেন বাহার ফেনী জেলা আওয়ামী লীগের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ছিলেন। ৪ আগস্ট ফেনীর মহিপালে ছাত্র-জনতার ওপর বর্বরোচিত হামলায় নিহত ও আহত পরিবার বাদী হয়ে হত্যা ও হত্যাচেষ্টায় আট মামলায় বাহারকে আসামি করা হয়েছে। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর আমির হোসেন বাহার আত্মগোপনে ছিলেন। 

এদিকে দুপুরে শহরের একটি বাসা থেকে সোনাগাজী উপজেলা সদর ইউপি চেয়ারম্যান উম্মে রুমাকে গ্রেফতার করেছে পুলিশ। 

ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা জানান, গ্রেফতার আমির হোসেন বাহারের বিরুদ্ধে ফেনী মডেল থানায় হত্যাসহ ৮টি মামলা রয়েছে। 

ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, ফেনীর মহিপালে গণহত্যা মামলায় জড়িতদের ধরতে নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম