Logo
Logo
×

সারাদেশ

সাতকানিয়া পৌরসভা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

Icon

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ১০:৩৭ পিএম

সাতকানিয়া পৌরসভা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বৃহস্পতিবার দুপুরে সাতকানিয়া পৌরসভা সদর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সাতকানিয়া পৌরসভার কানুরাম পুকুর সংলগ্ন একটি বেকারি, আনু ফকিরের দোকান ও রামপুরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় বিএসটিআই লাইসেন্স ছাড়া লোগো ব্যবহার করায় ৩টি মামলায় ৪৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে সাতকানিয়া আনুফকির দোকান এলাকার এসএ ফুড প্রোডাক্টসের এহসান উল্লাহ (২৮), সাতকানিয়া কানুরাম পুকুর পাড় নজির বেকারির মোহাম্মদ হোসেন (৩৫), সাতকানিয়া-বাঁশখালী সড়কের কর্মকার ভাঙার নিউ ঢাকা বেকারির মোহাম্মদ ইসমাঈলকে (২৪) অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।

অভিযানে সহযোগিতা করেন বিএসটিআই এর ফিল্ড অফিসার মো. খাইরুল ইসলাম, পুলিশ বাহিনীর সদস্য এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীরা। জনস্বার্থে উপজেলা প্রশাসন, চট্টগ্রামের অভিযান অব্যাহত থাকবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম