ব্রাহ্মণপাড়ায় কুকুরের কামড়ে ৫ শিশু আহত
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ১০:২৫ পিএম
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ায় পৃথক জায়গায় পাগলা কুকুরের কামড়ে ৫ শিশু আহত হয়েছে। আহত শিশুদের ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার রাতে উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর চান্দলা এলাকায় তাদের পাগলা কুকুর কামড়ায়।
আহত শিশুদের স্বজনরা জানান, সন্ধ্যার পর থেকে উত্তর চান্দলা এলাকায় পাগলা কুকুরটি দিগ্বিদিক ছুটতে থাকে। এ সময় যাকে যেখানে পায় কামড়াতে থাকে। তখন কুকুরের কামড়ে বেশ কয়েকজন আহত হন।
পাগলা কুকুরের কামড়ে আহত হয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ শিশু চিকিৎসা নিয়েছে। আহতরা হলো- উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর চান্দলা এলাকার মিজানুর রহমানের ছেলে আবু সাঈদ (৮), একই এলাকার সেলিম মিয়ার ছেলে আদনান (৩), মিঠন চন্দ্র পালের ছেলে রিশব চন্দ্র পাল (৩) ও চান্দলা ইউনিয়নের চান্দলা এলাকার ইউনুস মিয়ার ছেলে তাহমিদ ইসলাম (১৩)।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু হাসনাত মো. মহিউদ্দিন মুবিন বলেন, মঙ্গলবার রাতে ৫ শিশুকে পাগলা কুকুর কামড়ালে আমরা তাদের যথাযথ চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছি। এখন তারা ভালো আছে।