আন্দোলনে হামলা, যুবলীগ নেতা মুকুলসহ ১৭ জন গ্রেফতার
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০৯:২৩ পিএম
গত ৫ আগস্ট রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগে ১৭ জনকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে রাজশাহী মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুকুল শেখ রয়েছেন।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়েছে।
আরএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলের ওপর হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী হামলার অভিযোগে ৩ জন, ৮ জনকে বিভিন্ন অভিযোগে এবং ৬ জনকে গ্রেফতারি পরোয়ানায় গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুকুল শেখ ছাড়াও আওয়ামী লীগ কর্মী সিদ্দিকুর রহমান ও সুজন আলী রয়েছেন। বাকি ১৪ জনের বিস্তারিত পরিচয় জানা যায়নি। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।