Logo
Logo
×

সারাদেশ

টঙ্গীতে কারখানায় আগুন

Icon

টঙ্গী শিল্পাঞ্চল (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ১২:০৭ পিএম

টঙ্গীতে কারখানায় আগুন

গাজীপুরের টঙ্গীতে জাবের অ্যান্ড জোবায়ের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে টঙ্গীর পাগারে এই ঘটনা ঘটে।

জানা যায়, জাবের অ্যান্ড জোবায়ের গ্রুপের ডাইং ল্যাপ সেকশনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। ২০ মিনিটেই শ্রমিক ও ফায়ার সার্ভিসের কর্মীরা মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কেউ হতাহত হয়নি।

 টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম যুগান্তরকে জানান, আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

জাবের অ্যান্ড জোবায়ের কারখানার প্রশাসনিক কর্মকর্তা কায়েস আহমেদ যুগান্তরকে জানান, আগুন লাগার ২০ মিনিটের মধ্যেই নিজস্ব ব্যবস্থাপনা ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় নিয়ন্ত্রণে চলে আসে। ক্ষয়ক্ষতি এখনো নিরূপণ করা হয়নি।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি)  কায়সার আহমদ  বলেন, আগুন লেগেছিল। নিভে গেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম