Logo
Logo
×

সারাদেশ

বিএনপির অফিস পোড়ানোর মামলায় যশোর আ.লীগ সহ-সভাপতি কারাগারে

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ১১:০৩ পিএম

বিএনপির অফিস পোড়ানোর মামলায় যশোর আ.লীগ সহ-সভাপতি কারাগারে

যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেককে জেলা বিএনপি কার্যালয় পোড়ানোর মামলায় গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে গোয়েন্দা পুলিশের একটি টিম শহরের এমএম আলী রোডের নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করে।

বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠিয়েছে। তিনি যশোর জেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

যশোর গোয়েন্দা পুলিশের ওসি শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে শহরের পোস্টঅফিসপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে থেকে যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেককে গ্রেফতার করা হয়েছে। এরপর তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার এসআই ও জেলা বিএনপি কার্যালয় পোড়ানোর মামলার তদন্তকারী কর্মকর্তা তারেক মোহাম্মদ নাহিয়ান জানান, যশোর জেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মামলায় সন্দিগ্ধ আসামি হিসেব জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেককে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে কারাগারে প্রেরণ করেছেন।

গত ৪ আগস্ট বিকালে যশোর বিএনপির কার্যালয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় অফিসের বিভিন্ন মালামাল লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় গত ৭ সেপ্টেম্বর আওয়ামী লীগের ৬৩ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সহ-সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরামের নেতা অ্যাডভোকেট এমএ গফুর। এ মামলায় আরও কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম