Logo
Logo
×

সারাদেশ

কয়েক কোটি টাকা ঋণগ্রস্ত হয়ে আত্মহত্যা

Icon

সিদ্ধিরগঞ্জ দক্ষিণ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ১০:৫০ পিএম

কয়েক কোটি টাকা ঋণগ্রস্ত হয়ে আত্মহত্যা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোশাররফ হোসেন মন্টু নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। তার পরিবারের ভাষ্যমতে ভিকটিম অর্থনৈতিকভাবে ঋণগ্রস্ত হয়ে আত্মহত্যা করেন।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৩নং ওয়ার্ড নিমাইকাশারী এলাকায় ওই ব্যক্তির বসবাসরত বাসায় মৃত্যুবরণ করেছেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন।

মোশাররফ হোসেন মন্টু (৫২) লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার মৃত আব্দুল মতিনের ছেলে। তিনি দীর্ঘদিন যাবত পরিবারসহ নিমাইকাশারী এলাকার কুয়েট টাওয়ারের স্বপ্ন বিল্ডিংয়ের ৬ তলায় বসবাস করে আসছিলেন।

মৃতের ভাই নজরুল ইসলাম জানিয়েছেন, তার ভাই একজন ব্যবসায়ী ছিলেন। ব্যবসা পরিচালনা করতে গিয়ে তিনি বিভিন্ন ব্যাংক থেকে মোটা অংকের লোন তুলে ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। বেশকিছু দিন যাবত লোন এবং আরও কিছু পাওনাদারদের ঋণ পরিশোধে ব্যর্থ হলে তারা চাপ প্রয়োগ শুরু করে। এরপর বুধবার হঠাৎ তিনি আত্মহত্যা করেন। সঠিক হিসাব না জানলেও নজরুল ইসলামের ধারণা তার ভাইয়ের কয়েক কোটি টাকা ঋণ রয়েছে।

 

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আল মামুন বলেছেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আত্মহত্যা করেছেন বলে ধারণা করছি, ভিকটিমের পরিবারও আত্মহত্যা বলছেন। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ বলতে পারব।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম