Logo
Logo
×

সারাদেশ

টিসিবির কার্ড নিয়ে বিএনপির দুপক্ষের গোলাগুলি, ব্যবসায়ী আহত

Icon

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ১০:৩৯ পিএম

টিসিবির কার্ড নিয়ে বিএনপির দুপক্ষের গোলাগুলি, ব্যবসায়ী আহত

নাটোরের বড়াইগ্রামে টিসিবি ও মাতৃত্বকালীন ভাতার কার্ড ভাগাভাগিকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত ইউপি সদস্যদের দুই গ্রুপের মধ্যে গোলাগুলি ও ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় রুবেল হোসেন খলিফা (৩৪) নামে এক গার্মেন্টস ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার উপজেলার গোপালপুর ইউনিয়নের রাজাপুর বাজারে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ রুবেল উপজেলার গ্রামের অর্জুনপুর গ্রামের হাসমত আলী খলিফার ছেলে ও রাজাপুর বাজারের মেসার্স ভাই-বোন গার্মেন্টসের স্বত্বাধিকারী।

স্থানীয়রা জানান, গোপালপুরে ইউনিয়নে ১০০ জন টিসিবির কার্ডধারী পণ্য নিতে না আসায় সেগুলোর বিপরীতে নতুনভাবে তালিকা করা হচ্ছে। এছাড়া পরিষদের ৪টি মাতৃত্বকালীন ভাতার কার্ড বরাদ্দ এসেছে। বুধবার সকালে ৪নং ওয়ার্ড সদস্য বেলাল হোসেন পরিষদে গিয়ে মাতৃত্বকালীন ভাতার ৪টি এবং টিসিবির একশ কার্ডের মধ্যে ৭৫টি একাই তালিকা করার দাবি করেন।

বিএনপি সমর্থিত ২নং ওয়ার্ড সদস্য আব্দুস সামাদ ও ৫নং ওয়ার্ড সদস্য ফজল আহমেদ তাতে আপত্তি জানালে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বেলাল মেম্বারের নেতৃত্বে শতাধিক বিএনপি নেতাকর্মী মিছিল নিয়ে ইউপি কার্যালয়ে যাওয়ার চেষ্টার করেন। এ সময় সামাদ মেম্বার ও ফজল মেম্বারের নেতৃত্বে বিএনপির অপর গ্রুপের নেতাকর্মীরা এগিয়ে এলে তাদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে।

বেলাল হোসেনের সমর্থকরা কয়েক রাউন্ড গুলি ছুড়লে পাশেই দাঁড়িয়ে থাকা ব্যবসায়ী রুবেল হোসেনের বাম হাতে গুলিবিদ্ধ হয়। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতিসহ দায়ীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম