Logo
Logo
×

সারাদেশ

সিলেটে টাকা না দেওয়ায় ব্যাংকে গ্রাহকের তালা

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ১০:১৬ পিএম

সিলেটে টাকা না দেওয়ায় ব্যাংকে গ্রাহকের তালা

ফাইল ছবি

সিলেটের বিয়ানীবাজার উপজেলার ন্যাশনাল ব্যাংকের শাখায় টাকা না পেয়ে প্রধান ফটকে তালা দিয়েছেন বিক্ষুব্ধ গ্রাহকরা। বুধবার পৌর শহরে ন্যাশনাল ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে।

ব্যাংকের ইনচার্জ সুন্দর আলী ঘটনার কথা স্বীকার করে বলেন, নগদ টাকার সংকট রয়েছে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা গ্রাহকদের ধৈর্য্য ধরতে বলেছেন।

জানা গেছে, ন্যাশনাল ব্যাংকে টাকা না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকরা তালা ঝুলিয়ে দেন।

গ্রাহকদের অভিযোগ, প্রতিদিন একবার করে টাকার জন্য এসে ঘুরে গেলেও টাকা তুলতে পারছেন না।

নুর আহমেদ নামে এক গ্রাহক জানান, আমি বড়লেখা থেকে প্রতিদিন টাকার জন্য এসে ঘুরে গেলেও টাকা পাচ্ছি না।

মাছুম আহমদ নামের অপর এক গ্রাহক জানান, তার বোনের ৭ লাখ টাকা তোলার জন্য কয়েকদিন থেকে ঘুরছেন কিন্তু কোনো সাড়া পাচ্ছেন না।

এর আগে ৩০ অক্টোবর টাকা না পেয়ে গ্রাহকরা ন্যাশনাল ব্যাংকের সিলেট মহানগরীর শিবগঞ্জ শাখায় তালা দিয়েছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম