স্কুলছাত্রকে জিম্মি করে ৪ লাখ টাকা ছিনতাই
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ০৯:৪৫ পিএম
নাটোরের বড়াইগ্রামে বাবা-মায়ের অবর্তমানে ফয়সাল মাহমুদ অর্নব (১৫) নামে এক স্কুলছাত্রকে অস্ত্রের মুখে জিম্মি করে ৪ লাখ ৪০ হাজার টাকা লুটে নেওয়ার ঘটনা ঘটেছে।
পরে সকালে পুনরায় বাড়ির সামনে গেলে বিষয়টি জানতে চাইলে ওই দুর্বৃত্ত গৃহকর্তা অধ্যাপক আব্দুল মালেককে ছুরিকাঘাতে আহত করে পালিয়ে যায়।
বুধবার সকালে উপজেলার বনপাড়া পৌরসভার বনপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার বিকালে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
আহত কলেজশিক্ষক জানান, মঙ্গলবার নিজের চিকিৎসার জন্য স্ত্রী ফরিদা ইয়াসমিনকে সঙ্গে নিয়ে ঢাকায় যান। এ সময় তাদের স্কুলপড়ুয়া ছেলে অর্নব একাই বাড়িতে ছিল। সন্ধ্যা ৭টার দিকে প্রতিবেশী নাজমুল হক পাঠানের ছেলে সোহেল পাঠান (৩৫) অর্নবের সঙ্গে দেখা করতে আসে।
একপর্যায়ে সোহেল তার কাছে লুকিয়ে রাখা ছুরি বুকে ধরে অর্নবকে জিম্মি করে ওয়ারড্রবে থাকা ৪ লাখ ৪০ হাজার টাকা হাতিয়ে নেয়। খবর পেয়ে আব্দুল মালেক ও তার স্ত্রী বুধবার ভোর ৪টার দিকে বাড়িতে ফিরে আসেন। পরে সকাল ৯টার দিকে বাড়ির সামনে দেখতে পেয়ে বিষয়টি জানতে চাইলে সোহেল ক্ষিপ্ত হয়ে আব্দুল মালেককে ছুরিকাঘাত করেন।
এ সময় তিনি ঠেকাতে গেলে তার বাম হাতের তালু কেটে রক্তাক্ত জখম হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করেন।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুর রহমান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।