ছাত্রদের ওপর গুলিবর্ষণকারী সন্ত্রাসী রনি গ্রেফতার
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ০৮:১৯ পিএম
রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণকারী যুবলীগ নেতা বাপ্পি চৌধুরী রনিকে (৩৬) গ্রেফতার করেছে র্যাবের একটি দল। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে ধরা হয়।
জানা গেছে, রনি রাজশাহী মহানগরের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। তার বাড়ি নগরীর পুলিশ লাইন ভেড়িপাড়া এলাকায়। রনি ইতোমধ্যে গ্রেফতার হওয়া শীর্ষ অস্ত্রধারী যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেলের অন্যতম সহযোগী। গত ৫ আগস্ট রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে দুই ছাত্র নিহত হয়। আহত হয় শতাধিক। এসব অভিযোগে দায়ের হত্যা মামলাসহ রনি আরও কয়েকটি মামলার আসামি।
অস্ত্রধারী রনির গ্রেফতারের বিষয়ে আরএমপির বোয়ালিয়া মডেল থানার ওসি মেহেদী মাসুদ জানান, র্যাব থেকে এখনো রনির গ্রেফতারের খবর পুলিশকে কিছু জানানো হয়নি। র্যাব আসামিকে হস্তান্তর করলে তাকে আদালতে পাঠানো হবে।