চট্টগ্রামে ১৭ ঘণ্টার ব্যবধানে নগরীর পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার বিকাল ৪টা ২০ মিনিটের দিকে নগরীর পাহাড়তলী থানাধীন সাগরিকা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামসংলগ্ন এলাকায় একটি ফোম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি স্টেশনের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
এর আগে মঙ্গলবার রাতে নগরীর দুই নম্বর গেট কর্ণফুলী মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এমডি আবদুল মালেক বলেন, একটি ফোম কারখানায় আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদের ৩টি ও বন্দর স্টেশনের ২টিসহ পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কর্ণফুলী মার্কেটে আগুন লাগার খবর পেয়ে বায়েজিদ স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ জানায়, মার্কেটের একটি ভাতের হোটেলের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে কয়েকজন মালিকের পাঁচটি কাঁচা-পাকা দোকান পুড়ে গেছে বলে জানানো হয়েছে।