Logo
Logo
×

সারাদেশ

হাসিনার ফাঁসি চায় আন্দোলনে নিহত গণির মেয়ে জান্নাত

Icon

হেলাল মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ০১:৫৩ পিএম

হাসিনার ফাঁসি চায় আন্দোলনে নিহত গণির মেয়ে জান্নাত

গত ১৯ জুলাই রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের নতুন বাজার এলাকার বাসিন্দা নিহত আব্দুল গণি শেখের ছোট্ট মেয়ে জান্নাত আক্তার। শিশুটির বয়স ৬ বছর। সব সময় বাবাকে মিস করে জান্নাত। 

আবেগ আপ্লুত হয়ে সে বলে, আমার আব্বু দেশের জন্য শহিদ অইছেন, আমার আব্বুর জন্য খুব মায়া করে। সবার আব্বু আছে, আমার আব্বু নাই, আমি শেখ হাসিনার ফাঁসি চাই বলে হাউমাউ করে কাঁদতে থাকেন। সে আরও বলে, আব্বু আমাকে অনেক মজা এনে দিত, এখন আব্বু মারা যাবার পর আর কেউ মজা এনে দেয় না।

নিহত শহিদ গণির স্ত্রীর প্রতিবেশি খালা নবীজান বেগম বলেন, গণি ঢাকায় পুলিশের গুলিতে নিহত হয়েছেন, এই পরিবারটা এখন খুব অসহায়ভাবে দিন কাটাচ্ছেন। সরকার যদি তার একটা ভাল ব্যবস্থা করেন তাহলে তার পরিবারটা ভাল থাকবে।

অপর প্রতিবেশী গণির খালাতো বোন রাশিদা বেগম বলেন, আমার দুলাভাই ঢাকায় গুলিতে মারা যাবার পর তার পরিবারের দিনগুলো খুব কষ্টে যাচ্ছে, সরকার যদি তার পরিবারের প্রতি নজর দেন, তাহলে স্ত্রী, ছেলে, মেয়ে সবাই ভালভাবে চলতে পারবে।

নিহত আব্দুল গণির স্ত্রী লাকি আক্তার বলেন, জেলা বিএনপির যুগ্ন- আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সহসভাপতি অ্যাভোকেট মো. আসলাম মিয়া পরিবারকে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন এবং  আমার স্বামীর কুলখানীর সমস্ত টাকা বহন করেন। এছাড়াও তিনি গোয়ালন্দ মোড় এলাকা শহিদ গণি শেখ চত্ত্বর নামকরণের ঘোষণা দেন। 

কয়েকদিন আগে রাজবাড়ীর নবাগত ডিসি স্যার, এসে আমার পরিবারের জন্য সাহায্য করে গেছেন। এরকম ছোট খাটো সাহায্য করলে তো হবে না, আমার ছেলে, মেয়ের জন্য একটা স্থায়ী সাহায্যের জন্য সাংবাদিকদের মাধ্যমে সহযোগীতা কামনা করেন।

উল্লেখ্য, গত ১৯ জুলাই সকাল ৯টার দিকে আব্দুল গণি শেখ উত্তর বাড্ডার বাসা থেকে বের হয়ে গুলশান ৬ নম্বর সড়কে তার কর্মস্থল আবাসিক হোটেল সিক্স সিজন যাচ্ছিলেন। পথে হোটেলের মাঝামাঝি স্থানের গুলশান শাহজাদপুর বাঁশতলা এলাকায় গেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতা চলাকালে তিনি পুলিশের গুলিতে নিহত হন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম