সেফটিক ট্যাংকির পাশে গর্তে পড়ে স্কুলছাত্রের মৃত্যু
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ১০:২৮ এএম
প্রতীকী ছবি
গাজীপুরের শ্রীপুরে পা ফসকে সেফটিক ট্যাংকির অরক্ষিত গভীর গর্তে পড়ে আরিয়ান সরকার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আরিয়ান সরকার ওই গ্রামের মো. জয়নাল আবেদিন সরকারের ছেলে। সে স্থানীয় এইচ এ কে একাডেমির প্লে শ্রেণির ছাত্র।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, বড় বোন পুতুল ও আরিয়ান বিকালে বাড়ির পাশে লুকোচুরি খেলছিল। আরিয়ান স্থানীয় কফিল উদ্দিনের বাসার পেছনে লুকিয়ে পড়ে। পুতুল খুঁজতে গিয়ে আরিয়ানকে পায়নি। তার ভাইকে খুঁজতে থাকে সে। কিছু সময় খোঁজার পর ভাইকে না পেয়ে বিষয়টি পরিবারকে জানায়।
পরে স্বজন ও প্রতিবেশীরা খুঁজতে শুরু করে। এক পর্যায়ে কফিল উদ্দিনের অরক্ষিত গর্তের পাশে আরিয়ানের জুতা পড়ে থাকতে দেখেন স্বজনরা।
এক পর্যায়ে স্থানীয় এক ব্যক্তি জীবন বাজি রেখে ওই গর্তে ডুব দেন। কিছু সময় পর ওই ব্যক্তি আরিয়ানকে মৃত অবস্থায় গর্ত থেকে তুলে আনেন। শিশু আরিয়ানের মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহতের চাচা আব্দুল লতিফ বলেন, ভাতিজার আকস্মিক মৃত্যুতে বড় ভাই বাকরুদ্ধ হয়ে পড়েছেন। কফিলদ্দিন তার সো-কয়েলটি দীর্ঘ দিন উন্মুক্ত রেখেছেন। তার দায়িত্বহীনতার কারণে ভাতিজার মৃত্যু হলো।
অভিযুক্ত কফিল উদ্দিনের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। মোবাইলফোনে কল করা হলে তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন জানান, বিষয়টি জেনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।