Logo
Logo
×

সারাদেশ

ভারতে পালানোর সময় বেনাপোলে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

Icon

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ১১:১৬ পিএম

ভারতে পালানোর সময় বেনাপোলে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে অর্থঋণ মামলায় ৬ মাসের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত বোরহান হিমু (৩৭) ঢাকার চকবাজার থানার ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি চকবাজার থানার আগা নওয়াব দেউড়ি এলাকার মোহাম্মদ ইকবাল হোসেনের ছেলে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঞা জানান, মঙ্গলবার দুপুরের দিকে ভারতে যাওয়ার জন্য ইমিগ্রেশনে এলে যাচাই-বাছাই করা হয়। আগে থেকেই তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি ছিল।

ইমিগ্রেশন পুলিশের কাছে স্বীকারোক্তিতে ধৃত বোরহান হিমু জানান, তিনি ঢাকার চকবাজার থানায় অর্থঋণ মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি। তাকে পোর্ট থানা বেনাপোলে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে চকবাজার থানায় প্রেরণ করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম