গৌরীপুরে ৩১৮ জনের বিরুদ্ধে মামলা
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ১০:৩৩ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে ৪ আগস্ট অস্ত্রশস্ত্র নিয়ে হামলার অভিযোগে ময়মনসিংহের সিনিয়র স্পেশাল জজ মমতাজ পারভীনের আদালতে মামলা করা হয়।
২নং গৌরীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আরিফুজ্জামান এ মামলা করেন। তিনি ওই ইউনিয়নের চান্দের সাটিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
শনিবার (৯ নভেম্বর) গৌরীপুর থানায় মামলাটি এজাহারভুক্ত হয়। মামলায় ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের সাবেক এমপি অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোমনাথ সাহা, সাবেক চেয়ারম্যান সৈয়দ রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম হবি, সাবেক প্রধানমন্ত্রী ব্যক্তিগত সহকারী সঞ্জিত চন্দ্র দাসসহ ৬৮ জনকে আসামি করা হয়েছে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মির্জা মাযহারুল আনোয়ার জানান, এ মামলার অন্যতম আসামি বোকাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হেলিমকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলাটি তদন্তনাধীন রয়েছে।
মামলার অন্য আসামিরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি, মাওহা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিক, উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল আওয়াল সাবেক ভিপি, সহনাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন কাদের রুবেল, বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মুক্তাদির শাহীন, বোকাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হেলিম, অচিন্তপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আশিক নুরী।
উপস্থিত ছিলেন, গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মাজহারুল আনোয়ার ফেরদৌস, তার স্ত্রী এ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোজী আক্তার, বোকাইনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুল্লাহ, হিন্দু বৌদ্ধ ঐক্য খ্রিস্টান পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ দপ্তর সম্পাদক এনামুল হক সরকার, কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আবু কাউসার চৌধুরী রন্টি, ২নং গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুকুনজ্জামান পল্লব, ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সোহেল রানা, ডৌহাখলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল হক সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নাজিমুল ইসলাম শুভ।
উপস্থিত ছিলেন-পৌর যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিথুন, সোহাগ মিয়া, রহমত উল্লাহ, ওবায়দুল্লাহ,খলিল মিয়া, মাজহারুল ইসলাম রিপন, সোহাগ মিয়া, সেকান্দর আলী, সাইদুল মন্ডল, দেলোয়ার খান, এনায়েত, বাচ্চু মিয়া, আব্দুল আজিজ, শান্ত চন্দ্র পন্ডিত, আবির, কিরণ, আব্দুল হেলিম, আলী আকবর, রবি, এনামুল, সৈয়দ মাজহারুল ইসলাম জুয়েল, সৈয়দ রাসেল, সৈয়দ রাফসান জনি অভি, তানভীরুল ইসলাম রাজিব, সজিব, স্বপন কুমার এস, ফারুক ফকির, শামীম।
সাদ্দাম হোসেন, জিল্লুর রহমান, মোজাম্মেল, বাপ্পী মিয়া, জিয়াউর রহমান, আলম, এরশাদ, জাবেদ আহম্মেদ, হিরা মিয়া, এইচএম খায়রুল বাশার, শান্ত পন্ডিত, জহিরুল ইসলাম আল আমিন, আল ফারুক, আলী আজম শেখ ও মঞ্জুরুল হক। এছাড়া মামলায় ২০০-২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।