দোহারে নাজমুল হত্যার আসামি রনি ডাকাতসহ গ্রেফতার ২
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৯:৫৭ পিএম
ঢাকার দোহারে আলোচিত নাজমুল হত্যা মামলার প্রধান আসামি রনি ডাকাত ও তার ছেলেকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। রনি উপজেলার রাইপাড়া ইউনিয়নের মৃত নুরু কসাইয়ের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ অক্টোবর সকালে উপজেলার বাঁশতলা বাজারে একটি চায়ের দোকানে পূর্বশত্রুতার জেরে নাজমুল নামের এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে রনি ডাকাত ওরফে রনি মিয়া।
এ ঘটনায় নিহত নাজমুলের মা নাছিমা বেগম বাদী হয়ে পাঁচজনকে আসামি করে দোহার থানায় একটি হত্যা মামলা করেন। এরপর পুলিশ নাজমুলের বন্ধু মিলনকে গ্রেফতার করলে সে আদালতে ১৬৪ ধারা জবানবন্দিতে এ হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফরিদপুরের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে রনি মিয়া ওরফে রনি ডাকাত ও তার ছেলে নাজমুলকে গ্রেফতার করে পুলিশ।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল করিম বলেন, নাজমুল হত্যার ঘটনায় তার মা নাছিমা বেগম বাদী হয়ে থানায় মামলা করেন। আমরা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করি। রনি ডাকাত ও হত্যাকাণ্ডে জড়িত তার ছেলে নাজমুলকে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
ওসি জানান, গ্রেফতার রনির বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন জেলায় ডাকাতি, মাদক ও খুনসহ মোট ১২টি মামলা রয়েছে। তার সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।