বিদায় সব সময়ই বেদনার হলেও সেটা কখনো কখনো বেদনা ছাপিয়ে চিরস্মরণীয় হয়ে থাকে। এমনই এক রাজকীয় বিদায় পেয়েছেন কুমিল্লার নাঙ্গলকোটের পানকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা. হেদায়েতুন নাহার।
ওই শিক্ষিকার অবসর গ্রহণ উপলক্ষে এই রাজকীয় বিদায় সংবর্ধনার আয়োজন করেন নিজের সহকর্মী ও নিজের গড়ে তোলা শিক্ষার্থীরা। লালগালিচা বিছিয়ে ও ফুল দিয়ে ঘোড়ার গাড়ি সাজিয়ে প্রধান শিক্ষিকার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হয়।
মঙ্গলবার বিদ্যালয়ের সাবেক সভাপতি একেএম আজিজুল হকের সভাপতিত্বে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইকবাল হোসেন সেলিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরীফ রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইউআরসি মো. শাহাদত হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার, হোসাইন আহম্মদ, মোহাম্মদ মহিব উল্যাহ, মোহাম্মদ আবদুল ওয়াহাব, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও অভিভাবকরা।
প্রধান শিক্ষিকা হেদায়েতুন নাহার বলেন, বিদায় অনেক কষ্টের তবে আমার কোমলমতি শিক্ষার্থী ও সহকর্মীদের এমন বিদায় সংবর্ধনা পেয়ে আমি সত্যিই মুগ্ধ হয়েছি। বিদ্যালয়ের যেকোনো প্রয়োজনে আমি পাশে থাকব।