Logo
Logo
×

সারাদেশ

শ্রীপুরে বাড়ি দখলের অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০২:১৭ এএম

শ্রীপুরে বাড়ি দখলের অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

শ্রীপুরে ৫তলা বাড়ি জবর দখলের অভিযোগ প্রমাণিত হওয়ায় পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেলিম আহমেদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোলায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন এ বহিষ্কার আদেশ দিয়েছেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট পটপরিবর্তনের পর ৫তলা ভবনের ব্যবসায়ী কবির হোসেনের কাছে চাঁদা দাবি করে যুবদল নেতা।  চাঁদা না পেয়ে সেলিম তার লালিত সন্ত্রাসী বাহিনী নিয়ে ২৮ আগস্ট বাড়ির মালিককে মারধর করে ৫তলা ভবনটি জবর দখল করে নেয়।

এ বাড়ি দখলের অভিযোগে তদন্তে নামে যুবদলের কেন্দ্রীয় কমিটি। তদন্তে ব্যবসায়ীর বাড়ি জবরদখল করা প্রমাণিত হওয়ায় সেলিমকে দল থেকে বহিষ্কার কবেন যুবদলের কেন্দ্রীয় কমিটির নেতারা।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম