Logo
Logo
×

সারাদেশ

নাশকতার অভিযোগে মামলা নাইক্ষ্যংছড়িতে তিন আ.লীগ নেতা আটক

Icon

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ১০:৩৫ পিএম

নাশকতার অভিযোগে মামলা নাইক্ষ্যংছড়িতে তিন আ.লীগ নেতা আটক

নাইক্ষ্যংছড়িতে নাশকতার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সম্পাদকসহ ৬৮ জনের বিরুদ্ধে নাশকতা মামলা করেছে পুলিশ। একইসঙ্গে ৩ জনকে আটক করা হয়েছে। সোমবার নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাসরুরুল হক বিষয়টি নিশ্চিত করেন।

আটক ব্যক্তিরা হলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাকঢালা বাজারপাড়া এলাকার সিরাজুল হক, যুবলীগের সম্পাদক ও কম্বনিয়া পাড়া এলাকার আলী হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক ও চাকঢালা ঘোনাপাড়া এলাকার মো. ফয়েজ উল্লাহ।

জানা যায়, রোববার রাত ১টা ১০ মিনিটে উপজেলার ১ নম্বর নাইক্ষ্যংছড়ি সদর ইউপির ২ নম্বর ওয়ার্ড বিছামারা ৩৩/১১ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রের সামনে রাস্তার ওপর কতিপয় দুষ্কৃতকারী দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংসের জন্য মিলিত হয়ে ককটেল, পটকা বিস্ফোরণ এবং টায়ারে আগুন লাগিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অবস্থান করে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ। 

এ সময় নাশকতায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার এবং পলাতক আরও ৬৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০-৩০ জনের নামে মামলা দায়ের করেন নাইক্ষ্যংছড়ি থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম