নিজের পেতে রাখা সোঁতিতে প্রাণ গেল যুবকের
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ১০:২৯ পিএম
সিংড়ার চলনবিলে অবৈধ সোঁতিজাল পেতে মাছ ধরতে গিয়ে নিজ সোঁতিজালে আটকে আব্দুস সালাম নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বড়িয়া খালে এ ঘটনা ঘটে।
আব্দুস সালাম (৪০) উপজেলার পমবড়িয়া গ্রামের মৃত সৈয়দ আলী মৃধার ছেলে।
জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বড়িয়াখালে সোঁতিজালের আবর্জনা পরিষ্কার করতে গিয়ে ওই যুবক আটকে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত রফিকুল ইসলাম বলেন, খালে মাছ শিকারের জন্য নিজের পেতে রাখা সোঁতিতে পানির স্রোতে ভেসে গিয়ে জালে আটকে ওই যুবকের মৃত্যু হয়েছে।