বরিশালের গৌরনদীতে ইজিবাইক চুরি করতে গিয়ে গ্রামবাসীর গণপিটুনিতে ইস্রাফিল মোল্লা নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার চাঁদশী ইউনিয়নের পশ্চিম শাওড়া ও দক্ষিণ চাঁদশী গ্রামের সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
ইস্রাফিল মোল্লা (২৭) গোপালগঞ্জ জেলার সদর থানাধীন খানারপাড় গ্রামের কাইয়ুম মোল্লার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাতে উপজেলার পশ্চিম শাওড়া গ্রামের সীমান্তবর্তী এলাকায় মনির বেপারীর বসত ঘরের সামনে ২টি ইজিবাইক চার্জে দেওয়া ছিল। রাত পৌনে ৩টার দিকে অজ্ঞাতনামা দুই চোর তালা ভেঙে ইজিবাইক চুরি করার সময় গৃহকর্তা মনির বেপারী টের পান। তার চিৎকারে গ্রামবাসী ছুটে আসেন।
এ সময় অজ্ঞাতনামা ২ চোর দৌড়ে পালানোর সময় গ্রামবাসী ধাওয়া করে ইস্রাফিল মোল্লাকে আটক করে গণপিটুনি দিয়ে মুমূর্ষু অবস্থায় ফেলে রাখেন। অজ্ঞাতনামা অপর চোর পালিয়ে যেতে সক্ষম হয়।
গৌরনদী থানায় ওসি মো. ইউনুস মিয়া জানান, খবর পেয়ে তিনি ও এসআই জসিম উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার ভোরে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় ইস্রাফিল মোল্লাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, নিহত ইস্রাফিলের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি ও থানায় সাধারণ ডায়েরি করে ময়নাতদন্তের জন্য ইস্রাফিলের লাশ সোমবার সকালে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে ইস্রাাফিলের লাশ সোমবার সন্ধ্যায় গৌরনদী থানায় নিয়ে গেলে নিহতের বাবা কাইয়ুম মোল্লা বাদমাগরিব ছেলের লাশ শনাক্ত করেন। মামলার প্রস্তুতি চলছে।