Logo
Logo
×

সারাদেশ

বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষে আহত ৫, নেপথ্যে পরকীয়া

Icon

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ১০:২৪ পিএম

বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষে আহত ৫, নেপথ্যে পরকীয়া

নাটোরের বড়াইগ্রামে পরকীয়াকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। রোববার রাত ৮টার দিকে উপজেলার বড়াইগ্রাম সদর ইউনিয়নের বাগডোব গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার থানায় মামলা দায়ের হয়েছে।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় পার-বাগডোব গ্রামের আব্দুল খালেকের ছেলে নাসির উদ্দিন (৩০) ও নাজমুল  হককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাগডোব গ্রামের সেল মাহমুদের ছেলে শাহজাহান আলীকে (৪০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য ওয়ারসেল আলী বলেন, পরকীয়া প্রেমকে কেন্দ্র করে পার-বাগডোব গ্রামের আওয়ামী লীগ কর্মী জামাল হোসেনের সঙ্গে একই গ্রামের বিএনপি কর্মী মোজাহার আলীর দীর্ঘদিন থেকে দ্বন্দ্ব চলে আসছিল। ৫ আগস্টের পর জামাল হোসেন আত্মগোপনে ছিলেন।

রোববার রাতে জামাল বাগডোব বাজার থেকে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। এ সময় দেখতে পেয়ে মোজাহার তার পথরোধ করে তর্কে লিপ্ত হন। একপর্যায়ে মোজাহারের ভাতিজা নাজমুল ও নাসিরুল জামালকে মারপিট করেন। বিষয়টি জানাজানি হলে সেলিম ও মাহাবুলের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা মোজাহারের পান আড়তে হামলা চালান। পরে খবর পেয়ে বিএনপিরও অর্ধশতাধিক কর্মী সেখানে জড়ো হলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৫ জন আহত হন।

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মোজাহার আলী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। সংঘর্ষে দুই দলের লোক জড়িত থাকলেও এটি ব্যক্তিগত দ্বন্দ্ব বলেই জেনেছি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম