আলীকদমে শিশুসহ ৮৪ রোহিঙ্গা আটক
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৯:৪৮ পিএম
বান্দরবানের আলীকদম উপজেলায় অবৈধভাবে অনুপ্রবেশকালে শিশুসহ ৮৪ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। তারা উপজেলার কুরুকপাতা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে। সোমবার সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পৃথক অভিযানে এসব রোহিঙ্গাদের আটক করা হয়।
আটকদের মধ্যে ৩১ জন শিশু রয়েছে। বাকি ৫৩ জন নারী, পুরুষ ও বৃদ্ধ। তাদের উপজেলা পরিষদ হলরুমে খাবার দেওয়া হয়। রাতে এসব রোহিঙ্গাকে সীমান্তে পুশব্যাক করা হতে পারে বলে জানিয়েছে বিজিবি।
জানা গেছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতময় পরিস্থিতি চলছে। এর জেরে রোহিঙ্গারা বিভিন্ন দালালচক্রের মাধ্যমে আলীকদমের দুর্গম কুরুকপাতা ইউনিয়নের সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে। সীমান্তের এই পাহাড়ি এলাকাটি সংরক্ষিত মাতামুহুরী রিজার্ভ ফরেস্টের আওতাভুক্ত।
আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপায়ন দেব বলেন, আটক রোহিঙ্গাদের পুশব্যাক করার জন্য ৫৭ বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। অনুপ্রবেশ ঠেকাতে অভিযান অব্যাহত আছে।