Logo
Logo
×

সারাদেশ

বাগমারায় হতদরিদ্রের সঞ্চয় চেয়ারম্যানের পকেটে, গ্রামপুলিশ অবরুদ্ধ

Icon

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৯:১৪ পিএম

বাগমারায় হতদরিদ্রের সঞ্চয় চেয়ারম্যানের পকেটে, গ্রামপুলিশ অবরুদ্ধ

বাগমারায় হতদরিদ্র মহিলাদের সঞ্চয়ের ৬ লাখ ৬৩ হাজার ৬০০ টাকা ব্যাংকে জমা না দিয়ে গোয়ালকান্দি ইউপির চেয়ারম্যান আলমগীর সরকার ও গ্রামপুলিশ সদস্য কামরুল হাসান পটেকস্থ করেছেন বলে অভিযোগে উঠেছে। 

বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ইউপি সচিব আনারুজ্জামান রিপন অবহিত করেছেন। এরপর রোববার সন্ধ্যায় স্থানীয় ভুক্তভোগীরা অভিযুক্ত গ্রামপুলিশ সদস্য কামরুল হাসানকে ইউপি কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন বলে খবর পাওয়া গেছে।

জানা গেছে, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে হতদরিদ্র উপকারভোগী মহিলাদের সেবায় চালু রয়েছে (ভিডব্লিউবি) ভার্নারেবল উইম্যান বেনিফিট সেবা কার্যক্রম। 

ওই কার্যক্রমের মাধ্যমে গোয়ালকান্দি ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১৫৮ জন হতদরিদ্র মহিলাকে প্রতি মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হয়। সেই সঙ্গে ওই সব হতদরিদ্র মহিলাদের কাছ থেকে মাসিক ২০০ টাকা করে সঞ্চয় নেওয়া হয়। 

হতদরিদ্র মহিলাদের সেই টাকা আলোকনগর কৃষি উন্নয়ন ব্যাংকে জমা করে ২৪ মাস পর তা ফেরত দেওয়ার কথা থাকলেও ইউপি চেয়ারম্যান আলমগীর সরকার ও গ্রামপুলিশ সদস্য কামরুল হাসান ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করেছেন বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন। 

এ বিষয়ে ইউপি সচিব আনারুজ্জামান রিপন জানান, হতদরিদ্র মহিলাদের মাঝে চাল বিতরণের পর তিনি ব্যাংক স্ট্রেটমেন্ট তুলে দেখেন, গত ২১ মাস যাবৎ সংশ্লিষ্ট ব্যাংকে সঞ্চয়ের কোনো টাকা জমা দেওয়া হয়নি। 

অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আলমগীর সরকার বলেন, উপকারভোগী মহিলাদের সঞ্চয়ের টাকা প্রতি মাসে সংশ্লিষ্ট ব্যাংকে জমা দেওয়ার জন্য গ্রাম পুলিশ সদস্য কামরুল হাসানকে দায়িত্ব দেওয়া হয়েছিল; কিন্তু গত ৫ আগস্টের পর তিনি পুলিশের হাতে গ্রেফতার হয়ে কারাগারে থাকায় এ বিষয়ে তিনি আর কোনো খোঁজখবর নিতে পারেননি। তবে হতদরিদ্র মহিলাদের সঞ্চয়ের টাকা আত্মসাতের কথা স্বীকার করেছেন জনতার হাতে অবরুদ্ধ গ্রামপুলিশ সদস্য কামরুল হাসান। 

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম সোমবার জানান, গ্রামপুলিশ সদস্য কামরুল হাসান উপকারভোগী মহিলাদের সঞ্চয়ের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় জনতার হাতে অবরুদ্ধ অবস্থা থেকে তাকে উদ্ধার করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম