Logo
Logo
×

সারাদেশ

বরিশালে সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রীসহ ৩৯ জনের বিরুদ্ধে মামলা

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০১:৪০ এএম

বরিশালে সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রীসহ ৩৯ জনের বিরুদ্ধে মামলা

যুবদল নেতাকে অপহরণ ও হত্যাচষ্টোর অভিযোগে সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী, রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক, পুলিশ কমিশনারসহ ৩৯ জনের বিরুদ্ধে বরিশালে নালিশি মামলা হয়েছে। মামলায় ১৪ জনকে নামধারী ও ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। 

রোববার বরিশালের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা করেন বরিশাল জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক মশিউল আলম খান। 

অতিরিক্ত মুখ্য মহানগর আদালতের বিচারক হাবিবুর রহমান চৌধুরী নালিশি অভিযোগটি মামলা হিসাবে গ্রহণের জন্য মহানগর পুলিশের বন্দর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তদন্ত শেষে প্রতিবেদন আদালতে জমা দেওয়ারও নির্দেশ দেন বিচারক। 

বিষয়টি নিশ্চিত করেছেন সংশি্লষ্ট আদালতের বেঞ্চ সহকারী আরমান হোসেন। আসামিরা ২০১৮ সালের নির্বাচনে বরিশাল-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুককে বিনা ভোটে বিজয়ী করতে নানা অপরাধ করেছে বলে মামলায় উলে্লখ করা হয়েছে। 

এছাড়া মামলার বাদীকে তুলে নিয়ে মারধর ও ক্রসফায়ারে হত্যার হুমকি দিয়ে মিথ্যা স্বীকারোক্তি আদায় চোষ্টার অভিযোগ করা হয়েছে মামলায়। এছাড়াও আসামিদের বিরুদ্ধে পথরোধ করে অপহরণ করে হত্যার চষ্টোয় মারধর, ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী এমএ মালেক।

মামলার নামধারী ১৪ আসামির মধ্যে রয়েছেন- সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ আসনের সংসদ-সদস্য কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম, সাবেক পুলিশ কমিশনার রুহুল আমিন, রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক অজিয়র রহমান, উপপুলিশ কমিশনার মো. মোয়াজ্জেম হোসেন ভুঁইয়া, বন্দর থানার সাবেক ওসি মোস্তফা কামাল হায়দার, পরিদর্শক (তদন্ত) শাহ মো. ফয়সাল আহম্মেদসহ ১৪ জন। এছাড়াও অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম