Logo
Logo
×

সারাদেশ

হাজতখানার ভেন্টিলেটর ভেঙে পালিয়ে যায়, অতঃপর...

Icon

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ১১:০১ পিএম

হাজতখানার ভেন্টিলেটর ভেঙে পালিয়ে যায়, অতঃপর...

শরীয়তপুরে কোর্টের হাজতখানার টয়লেটের ভেন্টিলেটর ভেঙে পালিয়ে যাওয়া আসামি রাজু মালকে ১ ঘণ্টার মধ্যে আটক করেছে পুলিশ। রোববার বিকালে সদর উপজেলার আটং এলাকা থেকে তাকে আটক করা হয়।

এর আগে তিনি দুপুর ৩টার দিকে হাজতখানার টয়লেটের ভেন্টিলেটর ভেঙে পালিয়ে যান।

আটক হওয়া রাজু মাল ডামুড্যা উপজেলার মাসুদপট্টি এলাকার মোকলেছুর রহমানের ছেলে। তাকে একটি চুরির মামলায় আটক করে পুলিশ।

পুলিশ জানায়, রোববার সকালে রাজু মালকে রিমান্ড শুনানির জন্য আদালতে নিয়ে আসা হয়। তাকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শুনানি শেষে তাকে কোর্টের হাজতখানায় নিয়ে গেলে দুপুর ৩টার দিকে ভেন্টিলেটর ভেঙে সুকৌশলে পালিয়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে ১ ঘণ্টা পর শরীয়তপুর সদর উপজেলার আটং গ্রাম থেকে তাকে আটক করে। 

অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আহসান হাবীব বলেন, রোববার দুপুরের দিকে নিয়মিত একটি মামলার আসামি আদালতে নিয়ে আশার পর কৌশলে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার এক ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম