Logo
Logo
×

সারাদেশ

কয়রায় বাড়ির পেছনে মিলল অজগর, সুন্দরবনে অবমুক্ত

Icon

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ১০:৩১ পিএম

কয়রায় বাড়ির পেছনে মিলল অজগর, সুন্দরবনে অবমুক্ত

খুলনার কয়রায় আবারও ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। উদ্ধার করা সাপটি সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

জানা গেছে, রোববার সকাল ৭টার দিকে উপজেলার মহেশ্বীপুর গ্রামের সামাদ গাজীর বাড়ির পেছনে সাপটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা সুন্দরবন খুলনা রেঞ্জের কয়রা টহল ফাঁড়ির স্টাফদের খবর দিলে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাপটি উদ্ধার করে।

কয়রা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুকুল ইসলাম বলেন, উদ্ধার করা অজগর সাপটি স্থানীয় জনপ্রতিনিধি, সিপিজি সদস্য, ভিটিআরটি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

এর আগে গত ৬ নভেম্বর ৬নং কয়রা শ্মশান মন্দির মাঠ থেকে একটি অজগর সাপ উদ্ধার করেন বন বিভাগের সদস্যরা। সেটিও সুন্দরবনে অবমুক্ত করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম