রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৯:৩২ পিএম
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৬ জনের পরিবারকে ৫ লাখ টাকা করে অনুদান দেওয়া হয়েছে।
এছাড়া দুর্ঘটনায় আহত আরও দুজনকে ১ লাখ টাকা করে অনুদান দেওয়া হয়। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড থেকে রোববার অনুদানের অর্থ বিতরণ করা হয়।
দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসন ও বিআরটিএ-এর রাজশাহী সার্কেল যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে হতাহত ৮ জনের পরিবারের সদস্যদের হাতে ৩২ লাখ টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক আফিয়া আখতার।
বিআরটিএর রাজশাহী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) আব্দুর রশিদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর্জা ইমাম, জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল ইসলাম, সিভিল সার্জন ডা. আবু সাইদ মো. ফারুক প্রমুখ।
অনুষ্ঠানে ৫ লাখ টাকার চেক পান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের আয়েশা বেগম। তিনি জানান, তার স্বামী দুরুল হোদা গাড়িচালক ছিলেন। গত বছর এক সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান।
এরপর প্রতিবন্ধী সন্তানকে নিয়ে তিনি ভীষণ বিপদে আছেন। এখন এ ৫ লাখ টাকা দিয়ে নিজে স্বনির্ভর হওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি প্রতিবন্ধী সন্তানের চিকিৎসা করাবেন।