‘জাগো জনতা-রুখো মাদক’ স্লোগানে স্বজনের মাদকবিরোধী প্রচারাভিযান
মুক্তাগাছা ও গৌরীপুর প্রতিনিধি
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৯:১১ পিএম
ময়মনসিংহের মুক্তাগাছায় ‘জাগো জনতা-রুখো মাদক’ স্লোগানে মুক্তাগাছা ও গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে মাদকবিরোধী প্রচারাভিযান ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাদকবিরোধী প্রচারাভিযান শেষে মুক্তাগাছা রাম কিশোর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন গৌরীপুর স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন যুগান্তরের মুক্তাগাছা প্রতিনিধি সোহেল রানা।
মাদকবিরোধী সমাবেশে প্রধান বক্তা ছিলেন মুক্তাগাছা স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আসাদ মানিক। মাদকবিরোধী প্রবন্ধ উপস্থাপন করেন গৌরীপুর স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ।
বক্তব্য রাখেন- মুক্তাগাছা স্বজন সমাবেশের সহ-সভাপতি ফরিদ আহমেদ বাচ্চু, মোর্শেদ রাসেল, ক্রীড়া ও নাট্য সম্পাদক বজলুর রশিদ, গৌরীপুর স্বজন সমাবেশের সহ-সভাপতি আব্দুল মালেক, রমজান আলী মুক্তি, শামীমা খানম মীনা, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, সাংস্কৃতিক সম্পাদক আমিরুল মোমেনীন, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, উদীচী গৌরীপুর শাখার সভাপতি ওবায়দুর রহমান, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজন সরকার, দৈনিক কালবেলার গৌরীপুর প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিব, দৈনিক আজকালের খবরের গৌরীপুর প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বুরহান, দৈনিক ঢাকা প্রতিদিনের গৌরীপুর প্রতিনিধি ওবায়দুর রহমান, দৈনিক সবুজ নিশানের গৌরীপুর প্রতিনিধি আব্দুর রউফ দুদু, দৈনিক বাংলার নেত্রর গৌরীপুর প্রতিনিধি শামীম আনোয়ার, দৈনিক বাহাদুরের গৌরীপুর প্রতিনিধি তাসাদদুল করিম, গজন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসরাত রেখা, সিধলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন অর রশিদ, বালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফরিদ মিয়া, স্বজন এহসানুল হক জারিফ, ফারহান আফসার তাইফ, মাহমুদা আক্তার রিপা, আব্দুল মালেক, জাইয়ান মুনতাসিফ, নার্গিস আক্তার, রাকিবুল ইসলাম রাকিব, উজ্জ্বল সরকার, শাহিনা খানম, ডা. অলকেশ পণ্ডিত, মো. ফরিদ মিয়া প্রমুখ।