এক বাপের বাচ্চা হলে সরাইল-আশুগঞ্জ থেকেই নির্বাচন করব: রুমিন ফারহানা
আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৭:১২ পিএম
ফাইল ছবি
এক বাপের বাচ্চা হয়ে থাকলে সরাইল-আশুগঞ্জ থেকেই নির্বাচন করবেন বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। শনিবার সন্ধ্যায় সরাইল উপজেলা সদরের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
রুমিন ফারহানা ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে আরও অন্তত চারজন প্রার্থী বিএনপির মনোনয়ন প্রত্যাশী। এরা হলেন সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপু, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ শামীম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা আহসান উদ্দিন খান শিপন ও কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তরুণ দে।
সরাইল-আশুগঞ্জকে বিএনপির ঘাঁটি উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, ‘আমি যদি এক বাপের বাচ্চা হয়ে থাকি, সরাইল-আশুগঞ্জ থেকেই আমি নির্বাচন করব ইনশাআল্লাহ। আমি ফকিন্নির ঘরের বাচ্চা না। যা বলি সারা বাংলাদেশ শোনে।’
প্রতিদ্বন্দ্বি প্রার্থী নুরুজ্জামান লস্কর তপুকে উদ্দেশ্য করে রুমিন ফারহানা বলেন, ‘আমি না-কি থাকবনা, আমি নাকি চলে যাব। ঢাকা শহরে অসুস্থ মাকে আল্লাহর জিম্মায় রেখে আমি প্রতি সপ্তাহে এই মাটিতে আসি ফাজলামো করতে না।
কর্মীসভায় আরও বক্তব্য দেন সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইসমাইল হোসেন, সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার, সরাইল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি স্বপন মিয়া প্রমুখ।