Logo
Logo
×

সারাদেশ

বাড়িতে ঢুকে গৃহবধূকে হাত-পা বেঁধে হত্যা, লাশ রাখল ডিপ ফ্রিজে

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৬:৫৮ পিএম

বাড়িতে ঢুকে গৃহবধূকে হাত-পা বেঁধে হত্যা, লাশ রাখল ডিপ ফ্রিজে

বগুড়ার দুপচাঁচিয়ায় দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে উম্মে সালমা খাতুন (৫০) নামে এক গৃহবধূকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যার পর লাশ ডিপ ফ্রিজে রেখে পালিয়েছে। রোববার দুপুরের আগে উপজেলা সদরে বগুড়া-নওগাঁ সড়কের পাশে জয়পুরপাড়ার বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

বাড়িতে ঘরে জিনিসপত্র অগোছালো ও স্টিলের আলমারিতে কুড়ালের কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে।

এলাকাবাসীর ধারণা, দিনের বেলা ডাকাতি করতে এসে বাধা পেয়ে ডাকাতরা গৃহবধূকে হত্যা করে লাশ ফ্রিজে রেখে গেছে।

দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, তদন্ত ছাড়া তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোনো মন্তব্য করা সম্ভব নয়। বিকাল সাড়ে ৪টায় খবর পাঠানোর সময় লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিল।

এলাকাবাসী, পুলিশ ও স্বজনরা জানান, নিহত গৃহবধূ উম্মে সালমা খাতুন বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের জয়পুরপাড়ার বাসিন্দা স্থানীয় ডিএস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ও উপজেলা ইমাম-মোয়াজ্জেম সমিতির সভাপতি মাওলানা আজিজার রহমানের স্ত্রী। তারা নিজস্ব চারতলা ভবনের তৃতীয়তলায় থাকেন। রোববার সকালে মাওলানা আজিজার রহমান এবং তাদের ছেলে আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র সাদদিন আজিজার রহমানও মাদ্রাসায় যান। জোহরের নামাজের পর ছেলে সাদদিন বাড়িতে এলে দরজায় তালা দেখতে পান।

তালা খুলে বাড়িতে ঢুকে মা উম্মে সালমা খাতুনকে দেখতে না পেয়ে বাড়িতে খোঁজাখুঁজি করতে থাকেন। মাকে বাড়িতে না পেয়ে মোবাইল ফোনে চেষ্টা করলে বন্ধ পাওয়া যায়। এ সময় তিনি তার বাবা মাওলানা আজিজার রহমানকে ফোনে ডেকে আনেন। তারা বাড়িঘরের জিনিসপত্র এলোমেলো ও স্টিলের আলমারিতে কুড়ালের কয়েকটি আঘাতের চিহ্ন দেখতে পান।

খোঁজাখুঁজির একপর্যায়ে ডিপ ফ্রিজে উম্মে সালমা খাতুনের পেছনে হাত-পা বাঁধা লাশ দেখতে পাওয়া যায়। লাশ উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। খবর পেয়ে দুপচাঁচিয়া থানা পুলিশ বাড়িতে আসে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে দুপচাঁচিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) নাসিরুল ইসলাম জানান, ওই গৃহবধূর লাশ হাত-পা বাঁধা অবস্থায় ডিপ ফ্রিজে ছিল।

তিনি বলেন, ঘরের আলমারিতে কুড়ালের কয়েকটি আঘাতের চিহ্ন ছাড়া সবকিছু স্বাভাবিক আছে।

তিনি আরও জানান, ক্রাইমসিনের সদস্যরা কাজ করছেন। তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে মন্তব্য করা সম্ভব নয়। এদিকে দিনের বেলা বাড়িতে ঢুকে গৃহবধূকে হাত-পা বেঁধে হত্যার পর লাশ ফ্রিজে রাখার ঘটনায় আশপাশের জনগণের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম