আ. লীগের সাবেক মেয়র-চেয়ারম্যানসহ ৩৩ নেতাকর্মী গ্রেফতার
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০২:৫২ পিএম
ফাইল ছবি
নাটোরে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে করা বিভিন্ন মামলায় পলাতক আওয়ামী লীগের ৩৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- হরিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ওসমান গনি ভূঁইয়া, বড়াইগ্রাম পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সদস্য আব্দুল বারেক, নলডাঙ্গা পৌর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সায়েব আলী, সিংড়া পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা সেন্টু প্রমুখ।
নাটোরের পুলিশ সুপার মারুফাত হোসাইন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নাটোর সদরে ১৮জন, সিংড়ায় ৫জন, লালপুরে ৪জন, নলডাঙ্গা ও বাগাতিপাড়ায় দুইজন করে এবং বড়াইগ্রাম ও গুরুদাসপুরে একজন করে মোট ৩৩জনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতরা সকলেই বিভিন্ন মামলার তালিকাভুক্ত পলাতক আসামি। তাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখিয়ে রোববার আদালতে পাঠানো হবে।
নাটোরের পুলিশ সুপার মারুফাত হোসাইন বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে আটক করা হলেও আটককৃত প্রায় সকলের বিরুদ্ধেই আগে থেকে একাধিক মামলা রয়েছে।