Logo
Logo
×

সারাদেশ

সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী নিহত, লাশ আনতে সরকারের সহযোগিতা কামনা

Icon

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ১২:৫৬ পিএম

সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী নিহত, লাশ আনতে সরকারের সহযোগিতা কামনা

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী কামরুজ্জামান। ছবি : সংগৃহীত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কামরুজ্জামান (৩৫) নামের এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। 

শনিবার রাতে তিনি মক্কা নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে গত মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় হেরাম শরীফ মসজিদে মাগরিব নামাজ শেষে নিজ বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি।

নিহত প্রবাসী কামরুজ্জামান চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের এন্নাতলি গ্রামের হাজী বাড়ির মরহুম আলী আশ্রাফের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১২ বছর ও ৮ বছর বয়সি দুই ছেলে রেখে গেছেন। 

নিহতের বড় ভাই মাহবুব হোসেন মামুন জানান, জীবিকার তাগিদে ও পারিবারিক স্বচ্ছলতার আশায় ২ বছর আগে মো. কামরুজ্জামান সৌদিআরবের মক্কায় যান। গত ২৯ অক্টোবর মক্কার হেরাম শরীমে মাগরিবের নামাজ আদায় করে নিজ বাসায় ফেরার পথে তিনি রাস্তা পার হচ্ছিলেন। এসময় দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মক্কার একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে তিনি ১১ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত (৯ নভেম্বর, শনিবার) রাত আনুমানিক ১টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

বিষয়টি নিশ্চিত করে বড়কুল পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান মজিব যুগান্তরকে জানান, তার (কামরুজ্জামান) পরিবার মাধ্যমে মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। এসময় তিনি মরদেহ দেশের আনার বিষয়ে সরকারি সহযোগিতা কামনা করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম