মঠবাড়িয়ায় আ.লীগ নেতার জমি দখল করে নিল প্রভাবশালীরা
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ১২:০৭ এএম
ক্যাপশন: দখল হয়ে যাওয়া জমির সামনে দাঁড়িয়ে আছেন ভুক্তভোগী শাহ আলম ফরাজী। যুগান্তর
পিরোজপুরের মঠবাড়িয়ায় স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে শাহ আলম ফরাজী নামে আওয়ামী লীগ নেতার ৫০ বছরের ভোগ দখলীয় সম্পত্তি দখল করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শাহ আলম ফরাজী উপজেলার তুষখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং ছোট মাছুয়া গ্রামের মৃত আ. রব ফরাজীর ছেলে।
এ ঘটনায় ভুক্তভোগী শাহ আলম ফরাজী বাদী হয়ে একই এলাকার সাত্তার ফরাজী, রেজাউল ফরাজী, জাহাঙ্গীর আকন, সজিব আকন, জাকারিয়া ও জাকির হোসেনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ দেন।
ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য শনিবার (৯ নভেম্বর) দুপুরে স্থানীয় গণমাধ্যম কর্মীরা ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষ জাহাঙ্গীর আকন প্রকাশ্যে শাহ আলম ফরাজীর ওপর চড়াও হয়।
ভুক্তভোগী শাহ আলম ফরাজী বলেন, তার কোনো সম্পত্তি নেই। ৫০ বছর আগে ওয়াপদার ঢালে সরকারি জমিতে তিনি সপরিবারে বসবাস করে আসছেন। গত ৩ নভেম্বর সকালে দেশীয় অস্ত্র সহকারে প্রভাবশালীরা আমার জমি দখল করে বেড়া দিয়ে দখলে নেয়।
স্থানীয় বাসিন্দা, সিদাম ফরাজী, সেলিম আকন, নুরুল আমিন, শাহিনুর বেগম বলেন, শাহ আলম ফরাজী গত ৫০ বছর ধরে সরকারি জমিতে বসবাস করে আসছেন। সরকারের প্রয়োজন হলে সরকার জমি নেবে, তাতে আমাদের কোনো অভিযোগ নেই। কিন্তু তার দখলে থাকা সম্পত্তি প্রভাবশালীরা কেন দখল করে নিল?
অভিযুক্ত জাহাঙ্গীর আকন ওই জমি তার দাদার রেকর্ডীয় দাবি করে বলেন, ২০ বছর আগে শাহ আলম ওই জমি দখলে নেয়। সরকার পতনের পর সুযোগ হয়েছে তাই আমার জমি আমি দখলে নিয়েছি।
মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।