Logo
Logo
×

সারাদেশ

সোনাগাজীতে যুগান্তর প্রতিনিধির ওপর হামলা: ৪ জনের বিরুদ্ধে মামলা

Icon

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ১০:২৮ পিএম

সোনাগাজীতে যুগান্তর প্রতিনিধির ওপর হামলা: ৪ জনের বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

সোনাগাজীতে দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি মো. আব্দুর রহিমের ওপর হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

হামলায় জড়িত থাকা চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮ জনের নামে শুক্রবার রাতে থানায় মামলা দায়ের করেন আহত সাংবাদিক আব্দুর রহিম। 

সত্যতা নিশ্চিত করে সোনাগাজী থানার ওসি জানিয়েছেন, ঘটনার পর থেকে আসামিগণ পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

জানা গেছে, ফেনী মুহুরী নদীর সোনাগাজীর আমিরাবাদ অংশে অবৈধভাবে বালু উত্তোলন করছে বালুখোকরা। এমন সংবাদের ভিত্তিতে ৭ নভেম্বর বিকাল ৫টার দিকে ঘটনাস্থলে গিয়ে ছবি ও ভিডিও করেন যুগান্তর প্রতিনিধি আবদুর রহিম।

এক পর্যায়ে বালু উত্তোলনকারী শীর্ষ সন্ত্রাসী মাদক ও অপহরণ মামলাসহ কয়েকটি মামলার আসামি উপজেলা যুবদলের সদস্য মফিজুল হক, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্মআহবায়ক ফখরুদ্দিন ফারুক, আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাফর রুবেল ও ইউনিয়ন যুবদলের সদস্য মোহাম্মদ সুমন বাদামতলি বাজারে সাংবাদিক রহিমের মোবাইল ছিনিয়ে নিয়ে তাকে পিটিয়ে হত্যার চেষ্টা করে।

বর্তমানে তিনি ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধিন আছেন। 

প্রত্যক্ষদর্শী ও স্বপন স্টোরের মালিক মোহাম্মদ স্বপন জানান, সাংবাদিক রহিম তার দোকানের সামনে ছিল। এসময় ১০/১২জন যুবক তাকে ঘিরে লোহার খনতি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা বেরিয়ে আসলে প্রাণে রক্ষা পায় সাংবাদিক রহিম। 

এসময় স্বপনের দোকানেও ব্যাপক ভাঙচুর চালায় হামলাকারীরা।

সোনাগাজী মডেল থানার ওসি মো. কামরুজ্জামান জানান, ভিকটিম ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এজাহারনামীয় চারজনসহ জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।


Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম