কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ আটক ৯
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০৯:২৬ এএম
নেত্রকোনার কলমাকান্দায় পৃথক দুটি জায়গায় অভিযান চালিয়ে মাদকসহ ৯ জনকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার রাতে কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কের পাচুরা এলাকা থেকে সাত জনকে আটক করা হয়। এসময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে আট বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয় ।
এর আগে বেলা সাড়ে ১১ টার দিকে ওই সড়কের বাহাদুরকান্দা এলাকায় ঢাকাগামী এম এস ট্রাভেলস বাসে তল্লাশি করে ৪৩ বোতল ফেনসিডিল এবং দশগ্রাম গাঁজাসহ দুই জনকে আটক করা হয়।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ বিষয়টি নিশ্চিত করেছেন কলমাকান্দা অস্থায়ী সেনাক্যাম্পের কমান্ডার ও ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কোম্পানি কমান্ডার মেজর নাজমুজ সাকিব।
আটকরা হলেন-মোহনগঞ্জ উপজেলার নাকডুরা গ্রামের মৃত পড়ন্ত চন্দ্রের ছেলে উদয় (২৪), একই গ্রামের সুরণের ছেলে কানুন (২৬), সুনীল চন্দ্রের ছেলে বিশ্বজিৎ (২১), শ্যামলালের ছেলে নিকাশ (২২), সাইফুল ইসলামের ছেলে মোহাম্মদ পাভেল (২০), রবীন্দ্রের ছেলে কালি পদ (৩৫) ও ধরান চন্দ্রের ছেলে সাপ্ত চন্দ্র (২৩)। সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার কালাঘর গ্রামের শাহাদাত আলীর ছেলে আলমগীর হোসেন (২২) ও একই উপজেলার কালাঘর দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে মোহাম্মদ আলী (২৩)।
জানা গেছে, শুক্রবার সকাল ৯টা থেকে কলমাকান্দা-ঠাকুরাকোনা মহাসড়কের বিভিন্ন জায়গায় মেজর নাজমুজ সাকিব এর নেতৃত্বে যৌথ একটি চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করেন। রাত সাড়ে ৮ টার দিকে পাচুরা এলাকায় একটি অটোরিকশা তল্লাশি করে আট বোতল ভারতীয় মদসহ সাতজনকে আটক করা হয়। এরআগে বেলা সাড়ে ১১ টার দিকে বাহাদুরকান্দা এলাকায় ঢাকাগামী এম এস ট্রাভেলস বাসে তল্লাশি করে ৪৩ বোতল ফেনসিডিল এবং দশগ্রাম গাঁজাসহ দুই জনকে আটক করা হয়। পরে জব্দকৃত এসব মাদক এবং আটকদের কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়।