সিংগাইরে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২ আহত ১
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০২:৫২ এএম
মানিকগঞ্জের সিংগাইরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তালেবপুর ইউনিয়নের তালেবপুর উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা গ্রামের নুর হোসেনের ছেলে মোটরসইকেল চালক বাঁধন হোসেন (১৮) ও অপরজন হলেন সদর উপজেলার গড়পাড়া গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা পাংকু মিয়ার ছেলে রাতুল (২৫)।
আরেক আরোহী তালেবপুর গ্রামের রকেট দেওয়ানের ছেলে লাদেন হোসেন (১৭) গুরুতর আহত অবস্থায় সাভার এনাম মেডিকেল হাসপাতাল মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
স্থানীয়রা জানান, সিংগাইর থেকে ছেড়ে আসা (ঢাকা মেট্রো-ড-১১-৭৯১৩) ট্রাকটি উপজেলার তালেবপুর উচ্চ বিদ্যালয়ের সামনে ইরতা রোডে পৌঁছলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতির তিন আরোহীসহ মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলচালক বাঁধন ঘটনাস্থলেই মারা যান।
অপর ২ মোটরসাইকেল আরোহীকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক রাতুলকে মৃত ঘোষণা করেন। লাদেন হোসেনের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন।
এ ঘটনায় স্থানীয় জনতা ট্রাকসহ ড্রাইভারকে আটক করে পুলিশে সোর্পদ করেন। একই এলাকার রসূলপুর গ্রামের হাসেমের ছেলে ট্রাক ড্রাইভার সোহেল (২৫)।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, এ ঘটনায় ট্রাকসহ ড্রাইভারকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।