Logo
Logo
×

সারাদেশ

সিংড়ায় বিএনপির দুপক্ষে অস্ত্রের মহড়া, সংঘর্ষে আহত ৭

Icon

সিংড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০২:৫০ এএম

সিংড়ায় বিএনপির দুপক্ষে অস্ত্রের মহড়া, সংঘর্ষে আহত ৭

নাটোরের সিংড়ায় জামতলী নিচা বাজার দখল ও আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের দেশীয় অস্ত্রের মহড়া, ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের সাতজন আহতের খবর পাওয়া গেছে। 

আহতদের মধ্যে সাইফুল ইসলাম (২৮) ও লিটন আলীর (৩৫) অবস্থা গুরুতর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত খোকা, চাঁদ আলী, উজ্জল, শামছুল ও রাকিবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। 

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে জামতলী নিচা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার পাকুরিয়া গ্রামের ইউপি সদস্য ও বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন এবং পার্শ্ববর্তী তেরবাড়িয়া গ্রামের সাবেক কৃষক দল নেতা আবুল কালাম আজাদের কর্মী-সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। 

এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত শুক্রবার সকালে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পাকুরিয়া ও তেরবাড়িয়া গ্রামবাসী দেশীয় হাঁসুয়া ও লাঠিসোটা নিয়ে জড়ো হতে থাকেন। এলাকায় দুইপক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা যায়। খবর পেয়ে দুইপক্ষকে হ্যান্ড মাইকিং করে ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য করেন থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।

ইটালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য ও বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন বলেন, গত ৫ আগস্ট রাতে তার পাকুরিয়া গ্রামের একটি হিন্দু বাড়িতে ডাকাতি করতে এসে জনগণের হাতে মারধরের শিকার হন পার্শ্ববর্তী তেরবাড়িয়া গ্রামের জনৈক আলিফ ও ভুট্রু মিয়া নামের দুই ব্যাক্তি। এরপর থেকে তার গ্রামের নিরীহ লোকজনকে দেখামাত্রই হামলা ও মারধর করে আসছেন প্রতিপক্ষ তেরবাড়িয়া গ্রামের আবুল কালাম আজাদ ও তার লোকজন। এখন জামতলি বাজারে এসে শাহাদত হাজী নামের একজনকে মারধর করা হয়েছে। এর প্রতিবাদ করতে গিয়ে তার ভাই সাইফুল ইসলামসহ দুইজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে।

উপজেলা সাবেক কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, স্থানীয় বাজারের জায়গা নিয়ে এ ঘটনা ঘটেছে। তবে তার লোকজনের ওপর আগে হামলা ও মারধর করা হয়েছে বলে তিনি দাবি করেন।

উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শামীম হোসেন বলেন, বিএনপির পক্ষ থেকে স্থানীয় নেতাদের কোনো রকম সংঘর্ষে না জড়ানোর জন্য সতর্ক করা হয়েছে। দ্রুত সব সমস্যার সমাধান করা হবে।

সিংড়া থানার ওসি আসমাউল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম