Logo
Logo
×

সারাদেশ

ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে বৃদ্ধের পা বিচ্ছিন্ন

Icon

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ১২:৪৪ এএম

ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে বৃদ্ধের পা বিচ্ছিন্ন

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের সীমান্তে মাইন বিস্ফোরণে এক বৃদ্ধের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

শুক্রবার দুপুরে ঘুমধুম ইউনিয়ন ৩নং ওয়ার্ডের ভাজাবনিয়াস্থ সীমান্তের জিরো লাইনে এক বৃদ্ধ মাইন বিস্ফোরণে তার বাম পা বিচ্ছিন্ন হয়েছে।

ভাজাবনিয়া এলাকার স্থানীয় বাসিন্দা জানান, জুমার নামাজ পরবর্তী হঠাৎ বিকট শব্দ হলে স্থানীয়রা দেখতে পান এক বৃদ্ধ ওই স্থানে কাতরাচ্ছেন।  ভাজাবনিয়ার আনুসহ কয়েকজন আহত বৃদ্ধ নুরুল হককে উদ্ধার করে সিএনজিতে কুতুপালং এমএসএফ হসপিটালে নিয়ে যান। ঘুমধুম সীমান্তের ৩৩-৩৪ পিলারের মধ্যবর্তী জায়গায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই বৃদ্ধ রোহিঙ্গা নাগরিক।

ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করে জানান, আহত বৃদ্ধকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম