আ.লীগের ঘাঁটি দশমিনায় বিএনপির জনসভায় মানুষের ঢল
দশমিনা ও দক্ষিণ (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ১২:৪২ এএম
আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত পটুয়াখালী-৩ আসনের দশমিনা উপজেলায় নতুন ইতিহাস গড়ল বিএনপি। শুক্রবার বিকালে দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে উপজেলা বিএনপি আয়োজিত জনসভার মধ্য দিয়ে নতুন এক ইতিহাস রচনা করল বিএনপি।
জনসভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন প্রধান আকর্ষণ হওয়ায় হাজার হাজার সাধারণ মানুষ ও নেতাকর্মীর উপস্থিতির মাধ্যমে নতুন ইতিহাসের জন্ম হয়েছে। স্বাধীনতার পর কোনো রাজনৈতিক দলের জনসভায় এত লোকের উপস্থিতি দেখেননি এ উপজেলার মানুষ। বিশাল মাঠে তিল ধরার ঠাঁই না থাকায় সাধারণ মানুষ ও নেতাকর্মীরা সড়কে দাঁড়িয়ে হাসান মামুনের বক্তব্য শোনেন।
জানা যায়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে উপজেলা বিএনপি দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জনসভার আয়োজন করে। উপজেলা বিএনপির সভাপতি আবদুল আলীম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।
হাসান মামুন তার বক্তব্যে বলেন, এলাকার সাধারণ মানুষ যাকে চাইবে দল তাকেই মনোনয়ন দেবে। দলের প্রতি যেমন সাধারণ মানুষের আস্থা আছে ঠিক তেমনি সাধারণ মানুষের প্রতি দলের আস্থা আছে।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার পতনের পর গলাচিপা-দশমিনায় কোনো সংহিসতা বা সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনা ঘটেনি।