Logo
Logo
×

সারাদেশ

টেন্ডার না পেয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ককে লাঞ্ছিত

বিএনপি নেতা শরফুদ্দৌলাকে শোকজ, যুবদল নেতা হাবিবুল্লাহ বহিষ্কার

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০৭:৩৯ পিএম

বিএনপি নেতা শরফুদ্দৌলাকে শোকজ, যুবদল নেতা হাবিবুল্লাহ বহিষ্কার

পাঁচ কোটি টাকার টেন্ডার নিয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কে লাঞ্ছিতের ঘটনায় বিএনপি নেতা একে শরফুদ্দৌলা ছোটলুকে শোকজ ও যুবদল নেতা হাবিবুল্লাহকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে। 

শুক্রবার বিকালে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ৫ কোটি টাকার চিকিৎসা উপকরণ সরবরাহের (এমএসআর) টেন্ডারের সব কাজ না পাওয়ায় ক্ষুব্ধ হন জেলা বিএনপির সদস্য একে শরফুদ্দৌলা ছোটলু। তার নেতৃত্বে নিজ কক্ষে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদকে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ উঠে।

গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। লাঞ্ছিতের সিসিটিভি ফুটেজও বিভিন্ন গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর বিএনপি নেতাকে নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়। এ ঘটনায় বিব্রত জেলা বিএনপির শীর্ষ নেতারাও।  

এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে জানতে পেরে যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। জেলা বিএনপি বিষয়টি নিন্দনীয় ও অগ্রহণযোগ্য মনে করে এবং তারা এর তীব্রভাবে নিন্দা জানায়।’

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে- কতিপয় ঠিকাদার ও সুপারের মধ্যে এ ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নাই। বিএনপি যেমন রাষ্ট্রক্ষমতায় নাই, তেমনি টেন্ডার সংক্রান্ত বা দখলদারিত্বের মতো কোনো বিষয় বিএনপির কোনো ধরনের সংশ্লিষ্টতা দলে কঠোরভাবে নিষেধাজ্ঞা দেওয়া আছে এবং ভবিষ্যতেও থাকবে। 

অতএব ব্যক্তিগত ব্যবসায়িক বা ঠিকাদারি কাজে কেউ অনৈতিক সুবিধা নিতে চাইলে সেই ব্যক্তি দলের যে কোনো স্তরের নেতাকর্মী হোক তার বিরুদ্ধে দল কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে, যা অব্যাহত থাকবে। ফলে এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ঠিকাদার জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া ওই সময় ঘটনাস্থলে উপস্থিতির কারণ ব্যাখ্যা করতে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য একে শরফুদ্দৌলা ছোটলুকে শোকজ করা হয়েছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম