ছাত্র-জনতার ওপর হামলাকারী নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শিপন আটক
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০৬:০৩ পিএম
ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান শিপন
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান শিপনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে বুড়িচং থানা পুলিশের একটি দল তাকে আটক করে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ওসি আজিজুল হক।
শিপনের গ্রামের বাড়ি বুড়িচং উপজেলার হরিপুর গ্রামে। তার বাবার নাম হুমায়ূন কবির।
স্থানীয়রা জানান, শিপন বুড়িচং এলাকায় অবস্থান করে উত্তর হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী নাজমুলের ওপর হামলা করেন। এসময় তার সঙ্গে আরও কয়েকজন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী ছিলেন।
ওসি জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান শিপন জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।