Logo
Logo
×

সারাদেশ

‘৩০০ আসনে প্রার্থী দেবে জামায়াত’

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০৪:১০ পিএম

‘৩০০ আসনে প্রার্থী দেবে জামায়াত’

আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে জামায়াত। এখন থেকে সব পর্যায়ে তৎপরতা হবে মাঠ পর্যায়ে। কোনো জায়গা বাদ যাবে না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পলিটিক্যাল ননপলিটিক্যাল সবার কাছে দাওয়াত পৌঁছাতে হবে বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

শুক্রবার সকাল ১০টায় শহরের নগুয়া এলাকায় আল-ফারুক ট্রাস্ট মিলনায়তনে কিশোরগঞ্জ জেলা আমিরের শপথগ্রহণ ও সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জামায়াতের প্রভাবশালী এই নেতা বলেন, নির্বাচন জামায়াতে ইসলামী ৩০০ আসনে এককভাবে করার সিদ্ধান্ত নিয়েছে। এখন জোট হবে কি হবে না এই প্রশ্ন আপনাদের মাথায় মধ্যে থাকার কোনো দরকার নেই। জোট আলাদা জিনিস। আমরা যদি দেখি জোটবদ্ধ নির্বাচনে ইসলামি আন্দোলনের উপকার হবে আমরা যাবো তা-না হলে যাবো না। ইসলামের আদর্শকে জলাঞ্জলি দিয়ে দুনিয়ার স্বার্থকে সামনে রেখে জামায়াতে ইসলামী কোনো কাজ করবে না ইনশাআল্লাহ। 

তিনি বলেন, বাংলাদেশের মানুষ আগামী দিনে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে মোকাবিলার একমাত্র শক্তি হিসেবে জামায়াতে ইসলামীকেই বেছে নেবে। বিএনপি মনে করেছিল ভারত বুঝি তাদেরকে ক্ষমতায় বসাবে। আসলে তারা এখন কিছুটা হতাশ হয়েছে। উনারা একবার ভারত খুশি  করে, একবার চীনকে আরেকবার আমেরিকাকে খুশি করে। তিনজনকে-তো খুশি করা মুশকিল।

মতিউর রহমান আকন্দ বলেন, বাংলাদেশের সর্বত্রই জামায়াতে ইসলামী একটি শক্তিশালী সংগঠন হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। এখানেই এটি করতে চাচ্ছে। যদি এ জামায়াত এক বছর সময় পায়। বাংলাদেশের এমন কোনো গ্রাম থাকবে না যে গ্রামে জামায়াতে সংগঠন হবে না। এই ভয়টাই তারা করতেছে। সব গ্রামে যদি জামায়াতের সংগঠন দাঁড়িয়ে যায়, তখন জামায়াত হয়ে যাবে বাংলাদেশের রাজনীতিতে অপ্রতিরোধ্য সংগঠন। সুতরাং;  তারা চাচ্ছে তারাতাড়ি নির্বাচন হয়ে যাক- ক্ষমতায় আসবে তারা। এই সব দিবাস্বপ্ন নিয়ে উনারা একটু থাকুক, আমরা আমাদের কাজ করতে থাকি। 

আকন্দ বলেন, কোনো রাষ্ট্রের সঙ্গে আমাদের আলাদা কোন সম্পর্ক থাকবে না। আমাদের সম্পর্ক থাকবে বাংলাদেশের ১৮ কোটি মানুষের সঙ্গে। বাংলাদেশ কোন রাষ্ট্রের প্রতি আকৃষ্ট হবে না। আমাদের স্বার্থ হলো ১৮ কোটি মানুষের স্বার্থ। যে দেশ আমাদের সঙ্গে বাণিজ্য করতে আসবে। যে দেশ সর্বোচ্চ প্রফিট দিবে আমরা সেই দেশকেই সুযোগ দিব। সেটা চীন, জাপান, হিন্দুস্তান-পাকিস্তান, আফগানিস্তান বুঝিনা। আমাদের দরকার দেশের ১৮ কোটি মানুষের অর্থনৈতিক স্বার্থ। পৃথিবীর কোনো দেশ আমাদের রাজনৈতিক পৃত্তিপুরুষ নয়। রাজনৈতিক মুরুব্বি নয়। আমাদের রাজনৈতিক মুরুব্বি হচ্ছেন আল্লাহ। আমাদের নেতা বিশ্বনবী। 

জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলীর সভাপতিত্বে ও সেক্রটারী মাওলানা নাজমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ অঞ্চলের টিম সদস্য মাওলানা এনামুল হক, সাবেক জেলা আমির মাওলানা তৈয়বুজ্জামান, জেলা নায়েবে আমি অধ্যক্ষ মাওলানা আজিজুল হক প্রমুখ।

জেলা আমিরের শপথ ও মজলিসে শূরা সদস্য নির্বাচনে জেলার ৬০০ নারী-পুরুষ সদস্য (রুকন) উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম