Logo
Logo
×

সারাদেশ

আ.লীগের ৮৮ নেতাকর্মীর নামে মামলা, গ্রেফতার ৪

Icon

উপকূলীয় প্রতিনিধি

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০৩:৪৭ পিএম

আ.লীগের ৮৮ নেতাকর্মীর নামে মামলা, গ্রেফতার ৪

পটুয়াখালীর দুমকিতে দুই বছর আগের বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৮৮ জন নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে। যুবদল নেতা মোর্তাজা বিল্লাহ বাদী হয়ে বৃহষ্পতিবার দুমকি থানায় মামলাটি দায়ের করেন। 

এদিকে এ ঘটনায় ওই দিনই চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গভীর রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের উত্তর শ্রীরামপুর ও লেবুখালী ইউনিয়নে  নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে আসামী আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতাররা হলেন-শ্রীরামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও উপজেলা আ.লীগের সদস্য মো. হুমায়ুন কবির মৃধা (৪৫), লেবুখালী ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি মো. ছিদ্দিকুর রহমান আকন (৬৫), মো. শহিদুল আকন (৪৫) ও  সাইদুল ইসলাম টিটু আকন (৩৫)। 

মামলার এজাহারে অভিযোগ করা হয়, ২০২২ সালে ৫ মার্চ  বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে হামলা ও বিএনপি কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ, ভাঙচুর ও লুটপাট চালায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা। 

যোগাযোগ করা উপজেলা বিএনপির সভাপতি মো.খলিলুর রহমান বলেন, ভুক্তভোগী মামলা দায়ের করেছেন। দোষীদের যাতে আইনের আওতায় আনা হয় এবং একই সঙ্গে নির্দোষ কেউ যেন হয়রানির শিকার না হন। 

অভিযোগের বিষয়ে জানতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তা বন্ধ পাওয়া যায়।  দুমকি থানা পুলিশ জানায়, এ মামলায় আটক ৪ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়ছে।

দুমকি থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  ফিরোজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতার আসামিদের আদালতের নির্দেশে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম