ময়মনসিংহে তরুণ-তরুণীদের নিয়ে ‘আমিও জিততে চাই’ ক্যাম্পেইন
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০২:০২ এএম
নাগরিক সেবা নিশ্চিত করতে হলে দেশের তরুণদের রাজনীতিতে সচেতনভাবে অংশগ্রহণ জরুরি বলে মত দিয়েছেন ময়মনসিংহ এ এক আলোচনা সভায় বক্তারা। সেইসঙ্গে দেশের টেকসই উন্নয়নের জন্য প্রতিটি সেক্টরে স্বচ্ছতা ও জনসম্পৃক্ততা নিশ্চিত করার প্রতি জোর দিয়েছেন তারা।
সম্প্রতি ময়মনসিংহের জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে ‘নাগরিক আকাঙ্ক্ষা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ইউএসএআইডি’র অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে ‘আমিও জিততে চাই’ ক্যাম্পেইনের আওতায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বেসরকারি সংস্থা শান্তিমিত্র-এর ময়মনসিংহের নির্বাহী পরিচালক সুবর্ণা পলি দ্রং বলেন, নিরাপদ নাগরিক সেবা নিশ্চিতকরণে প্রশাসনের পাশাপাশি জনগণ ও রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে। আমরা চাই ন্যায্যতার অধিকার, নাগরিকদের নিরাপদ ভোটের অধিকার, বিচার পাবার অধিকার, সরকারি পরিষেবার পাওয়ার অধিকার।
ময়মনসিংহের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ইয়ুথ লিডার সাদাদ মো. সায়েম বলেন, নাগরিকদের সেবা নিশ্চিতকরণে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও ভূমি অফিসে দালালদের দৌরাত্ম কমিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
এ সময় টেকসই অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করতে স্বচ্ছতা ও জবাবদিহিতার পাশাপাশি জনসম্পৃক্ততা ও তরুণদের রাজনীতিতে অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে আলোকপাত করেন বেসরকারি সংস্থা অন্যচিত্রের প্রতিনিধি খায়রুল আলম তুহিন।
স্বাবলম্বী উন্নয়ন সমিতির সদস্য কথা আক্তার বলেন, বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে দেখতে চাই যেখানে সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে পালন করতে পারবে। আদিবাসি, পিছিয়ে পড়া জনগোষ্ঠী এমনকি এমন সকল লিঙ্গের জনগোষ্ঠী যথাযথ মর্যাদার সাথে এদেশে বাস করতে পারবে।
ইউএসএআইডির স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ (এসপিল) প্রকল্পের আওতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ‘আমিও জিততে চাই’ ক্যাম্পেইনের মাধ্যমে নাগরিক প্রত্যাশা তুলে ধরতে সারাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জেলায় আলোচনা, নাট্য প্রদর্শনী, বিতর্ক প্রতিযোগিতাসহ নানা কর্মসূচী পরিচালিত করছে। এছাড়াও ক্যাম্পেইনটির আওতায় amiojittechai.com ওয়েবসাইটের মাধ্যমে গ্রহণ করা হচ্ছে নাগরিকদের দাবি ও মতামত।
অনুষ্ঠানে আলোচনা সভা ছাড়াও ইন্টারেক্টিভ থিয়েটার ‘নেতা আসছেন’, কুইজ ও ভিডিও বার্তা প্রতিযোগিতা এবং ক্যাম্পেইনের রীল প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এসময় অংশগ্রহনকারীরা সমকালীন বিভিন্ন ইস্যুর সমাধান বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
ময়মনসিংহ মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের দপ্তর সম্পাদক ফারিয়া তাসনিম তিথির সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ফোরামের সাধারণ সম্পাদক জামাল উদ্দীন আহমেদ। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগের ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রিজিওনাল ম্যানেজার নার্গিস আক্তার।